পাঠশালা

13

ফেরদৌসী খানম রীনা

পাঠশালাতে এলাম আমি,
পড়ালেখা শিখবো বলে।
পড়ালেখা শিখে নাকি!
গাড়ি ঘোড়ায় চলে।

পাঠশালায় শিখবো আমি,
যা ছিল অজানা।
দিনে দিনে বাড়বে মেধা,
হবে সবই জানা।

শিক্ষকগণ করবে কত আদর,
দিবে কত জ্ঞান,
সেই জ্ঞানের মহিমায়
বাড়বে আমার মান।

পাঠশালাতে সবার সাথে
থাকবো মিলেমিশে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ বন্ধু সবাই,
থাকবো সদা পাশে।

পাঠশালায় গিয়ে আমি
লেখাপড়ায় হব যতœবান,
শিক্ষকরা আমায় বানাবে
মানুষ আদর্শবান।

পড়ালেখা শিখে সবার
জীবনে আসবে সাফলতা।
ভালো থাকবে ভবে,
পাবে জীবনে পূর্ণতা।

ভালো পড়ালেখা করে,
জীবন হবে উন্নত।
মা-বাবা, আতœীয় -স্বজন,
হবে আমায় নিয়ে গর্বিত।..