প্রেম

19

রায়হান কিবরিয়া রাজু

আমি শূন্যে খুঁজি অমৃত সুখের লাভা
ইন্দ্রজালে খুঁজি প্রেম আর অগোছালো
এই বিষ্মিত ধরায় ভিষণ একক ব্যথা
ইহাই বুঝি অবুঝ মতিভ্রেম। তবু থাকি
চয়ন করে সুধা – আপনারে বলে খাটাস,
টিপটাপ কোন শব্দে। মৃত্যুচোখে তবুওতো –
রঞ্জিত প্রেমের হিংস্র অপারক স্মৃতিরা
বলি দেয় মোরে নিঃশব্দে। তবু প্রেম কভু
নয়নে রাখেনি বিধুয়া গোপণ অঞ্জলি
ধুলোয় মেখে স্বপ্ন, স্মৃতির এমন নিরলস
সমীর মোরে হাসাতে হেসেছে কতনা
বামে তার রেখেছি সে লগ্ন, সেই বামো
ইস্পাতে মোড়া বুকে পূজি আজও প্রিয়রে-