বালাগঞ্জে শীতল পাটি প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ কেয়া চৌধুরী এমপি

71

balagonj pic-01বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
বালাগঞ্জ সমাজ কল্যান সংস্থা আয়োজিত দরিদ্র মহিলাদেরকে নিয়ে ঐতিহ্যবাহী শীতল পাটি প্রকল্পের উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং বালাগঞ্জ নিরাপদ সমিতির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলছেন, বালাগঞ্জের ঐতিহ্যবাহী শীতল পাটি শিল্পকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে হবে এবং বৃটেনের রানীর প্রসাদে স্থান পাওয়া এ শিল্পকে আন্তর্জাতিক মেলায় প্রদর্শন করতে হবে তাতে আমি সার্বিক সহযোগিতা করব। সদ্য বিলুপ্ত হওয়া এই শিল্পকে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে তিনি বলেন বাঁশ ও বেত শিল্প সহ শীতল পাটি শিল্পের সাথে যারা অতীতে সম্পৃক্ত ছিলেন তাদেরকে পুনরায় মূল পেশায় ফিরে আসতে হবে। ৪০ জন সদস্য দিয়ে একটি সমিতি গঠনের মাধ্যমে বিলুপ্ত ঐতিহ্যকে টিকিয়ে রাখাার কথা উল্লেখ করে তিনি বলেন এ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে যথাযথ আর্থিক সহায়তা প্রদান করা হবে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থার সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ও এমরান আহমদ ও মিজানুর রহমান লেচুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, ইউএনও আশরাফুর রহমান, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী, বালাগঞ্জ সদর ইউপি’র চেয়ারম্যান এম এ মতিন, ওসি তরিকুল ইসলাম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সাংবাদিক রজত দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, শামীম আহমদ, কাজল মিয়া, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী কবি তুহিন মনসুর, এস আই অরুপ কুমার চৌধুরী, সমাজকর্মী দিলারা বেগম, বিলকিছ জাহান চৌধুরী, শারমিন আক্তার, উপজেলা প:প: সহকারী কর্মকর্তা খায়রুল ইসলাম, ব্যবসায়ী বিজন ধর, ছাত্র নেতা একে টুটুল, শিক্ষিকা দোলন ভৌমিক, সংগীত শিল্পী সুজিবুর রহমান, আবিদ আহমদ প্রমুখ। বিকেলে এমপি আদিত্যপুর গণকবর পরিদর্শন করেন।