জালালপুরে ফজলুর রহমান ফাউন্ডেশনের অনুদান বিতরণ ॥ একটি দেশ এবং সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই

6

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, একটি দেশ এবং সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। এ জন্য শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার জালালপুর উচ্চ বিদ্যালয়ে ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মরহুম ফজলুর রহমান ছিলেন একজন আপাদমস্তক সমাজসেবী এবং শিক্ষার কল্যাণে অগ্রদূত। তিনি আজীবন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শ্রম দিয়ে গেছেন। তাঁর সুযোগ্য সন্তানরা পিতার দেখানো পথে এগিয়ে চলছেন। তিনি বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদের সভাপতিত্বে এবং পরিচালক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে এর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান শিকদার, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল ও জালালপুরের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হাবিবুর রহমান ছুফন, মশাহিদ আলী ছুফি মিয়া, ওমর ফারুক একাডেমীর অধ্যক্ষ মুফতী মাওলানা জিয়াউল হক, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুয়াইবুর রহমান, ছানাউল হক ছানা, হাফিজ সজ্জাদুর রহমান, মিফতাউল হক, লোকমান আহমদ, মাইজুল ইসলাম, কামরান হোসেন দারা মুমিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি