গোলাপগঞ্জে যুবতীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় একজন আটক

57
গোলাপগঞ্জে যুবতীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আটক হওয়া খুনী বাবু।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ লেচুবাগান থেকে অজ্ঞাত যুবতীর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় বদরুল ইমলাম বিপ্লব ওরফে বাবু (২৮) নামের একজনকে প্রযুক্তির মাধ্যমে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। সে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ রায়গড় গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। পুলিশ জানায় সে এক কিলার। প্রাথমিক তদন্তে খুনের সাথে জড়িত ছিল বলে বেরিয়ে এসেছে। দীর্ঘ তদন্তের পর খুনি কুছিধরা বাবুলকে সোমবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কাটগড়া এলাকা থেকে আটক করা হয়। আটকের পর গতকাল মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় তাকে গোলাপগঞ্জে নিয়ে আসা হয়। সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে এসআই আশরাফুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে লেচুবাগান এরিয়ার জামাল উদ্দিনের পরিত্যাক্ত পুকুর থেকে খুনে ব্যবহৃত ধারালো ছোরা উদ্ধার করা হয়। তবে আটক খুনি এখনো মুখ খুলেনি। পরে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তার ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উল্লেখ্য (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় লেচুবাগান নাহিদ মিয়ার বাড়ীর টিলার পাশে হাত-পা বাঁধা গলাকাটা ওই যুবতী মহিলার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল পুলিশ ওই যুবতী মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর সিলেটর মানিকপীরের টিলায় দাফন করে।