বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প নেই – শফিকুর রহমান চৌধুরী

12

বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষা গ্রহণ করে বিদেশে গমন করলে যে কেউ লক্ষ-লক্ষ টাকা আয় করা সম্ভব। যাদের কাজ জানা নেই তাদের বিদেশে গিয়েও কোন লাভ নেই। বর্তমান সরকারের কারিগরি শিক্ষার উপর গুরুত্ব অপরিসিম। বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের কারিগরি শিক্ষা সকলে গ্রহণ করতে হবে। এ শিক্ষা গ্রহণ করলে শুধু বিদেশ নয় দেশে থেকেও হাজার-হাজার টাকা আয় করা যাবে। যত বেশি আমরা কারিগরি শিক্ষা ও হাতের কাজ শিখব ততবেশী দেশ থেকে বেকারত্ব দূর হবে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টায় সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসিতে) বিদেশগামী ৩দিন ব্যাপী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট টিটিসির অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা, কম্পিউটার অপারেশন ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মো. মোজাফ্ফর হোসেন, ইলেকট্রনিক্স ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর মাজেদুর রহমান, ইলেকট্রিক্যাল ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর বাপ্টু পুরকায়স্থ, অটোমোবাইল ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, আরএসি ট্রেডের ইন্সট্রাক্টর মো. শফিকুল ইসলাম, সেইফ প্রকল্পের জব রিপলেইস ম্যান অফিসার মোজাক্কির হোসেন প্রমুখ। এমপি শফিকুর রহমান চৌধুরী সনদ বিতরণ শেষে সিলেট টিটিসির সকল প্রশিক্ষণ ট্রেড পরিদর্শন শেষে প্রশংসা করেন। বিজ্ঞপ্তি