দমের গাড়ি

17

দিপংকর দাশ

যাচ্ছে ছুটে দমের গাড়ি
দম ফুরাইলে শেষ,
থাকবে পড়ে স্বল্প সময়
মজার গাড়ির রেষ।

ছোট বেলায় সময়টা যায়
হেসে খেলে রোজ,
প্রভু কি ধন চিনে না মন
নেয় না কভু খোঁজ।

যৌবন কালে দমের গাড়ি
ব্যস্ত থাকে নেশায়,
সাধন ভজন দূরে ফেলে
সময় দেয় নিজ পেশায়।

বৃদ্ধ কালে এসে গাড়ি
প্রভু খুঁজতে যায়,
অসময়ে ডাকলে তাঁরে
সাড়া পাওয়া দায়।

এমনি করে দমের গাড়ির
ঘটে অবসান,
হয় না পাওয়া প্রভুর চরণ
হয় না পাওয়া শান্।