বীর সেনানী স্মরণে

47

সৌমেন দেবনাথ

জগৎ ঘুরে দেখি আমি
দেখি দুচোখ খুলে,
আমার দেশের মতো দেশ আর
কোথাও নাহি মেলে !

সবুজের মাঝে লাল পতাকা
ওড়ে পতপত খেলে,
সোনার দেশের মুখে হাসি
হাসি ঠোঁটে গালে !

আনন্দ খেলে উঠোন জুড়ে
বাতাস লাগে পালে,
মৎস্যরা সব নেচে বেড়ায়
নদী বিলে খালে !

স্বাধীন তো করতে দেশ মাকে
জীবন গেছে চলে,
স্মরি তাদের দলে দলে
বিজয় দিবস এলে !