নবীগঞ্জে সাংবাদিক জুনাইদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

3
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন জনের মধ্যে দুইজন। (ইনসেটে) নিহত সাংবাদিকের ফাইল ছবি।

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাংবাদিক জুনাইদ আহমদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের বাদশা মিয়া, রাহুল মিয়া ও ফরিদ মিয়া। এর মাঝে ফরিদ মিয়া পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জুলাই সাংবাদিক জুনাইদ আহমদ সাতাইহাল গ্রামের বাড়ি থেকে বের হয়ে জেলা সদরে যান। ওই রাতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশের আলামত নষ্ট করার জন্য শায়েস্তাগঞ্জ রেল লাইনে ফেলে রাখে। পরদিন ১১ জুলাই সকালে সাংবাদিক জুনাইদ আহমদের খন্ড বিখন্ড মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় জুনাইদের ভাই মোজাহিদ আহমদ বাদি হয়ে আদালতে বাদশা মিয়া, রাহুল মিয়া, ফরিদ মিয়া ও আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালীন সময় আসামী আব্দুল হামিদ মারা যান। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন।