গ্রীষ্মের বালাই

18

সেলিম সিকদার

গ্রীষ্মের উষ্ণ কাঠফাটা রোদ্দুরে;
অনবরত ঝরছে ঘাম,
শরীর পরিণত হয়েছে সমুদ্রে
পেকেছে কাঁঠাল আম।

ঘাম ঝরে হলো পানিশূন্যতা!
শিশু ও বয়স্কের মাঝে,
কত রকমারি বালাইয়ে জড়তা
বমি -ডায়রিয়া হইছে শুরু।

গরমে অতিষ্ঠ বিরাজ নীরবতা
বাতাসে ভাইরাসের প্রাদুর্ভাব ।
কি বলিব তীব্র গরমের কথা ;
প্রাণীকুল আজ হাঁসফাঁস।

রোগির ভিড় জমেছে হাসপাতলে,
পড়েছে ডাক্তারের অভাব।
গ্রীষ্মের রোগ- বালাই হতে বাঁচতে,
খাবো তরল জাতীয় খাবার।