৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভায় বক্তারা ॥ শহীদ জিয়াই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন

93
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার বিকেলে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনিপর সহ সভাপতি এ কে এম তারেক কালাম, আজির উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির উপদেষ্টা সৈয়দ বাবুল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মুর্শেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট ফখরুল হক, মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার, এডভোকেট আল আসলাম মুমিন, হাবিব হোসেন শিলু, অধ্যক্ষ নিজাম উদ্দিন তফাদার, সুরমান আলী, মির্জা বেলায়েত হোসেন লিটন, লায়েছ আহমদ, আফজল উদ্দিন, লল্লিক আহমদ চৌধুরী, ওহিদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, জেবরুল হাসান ফাহিম, লোকমান আহমদ, আব্দুল মালেক, এডভোকেট ইসরাফিল, আব্দুল লতিফ খান, আব্দুস সত্তার আমিন, আব্দুল ওয়াহিদ, শাহ নেওয়াজ বখত তারেক, কামাল হাসান জুয়েল, সহিবুর রহমান সুজান, মফিজুর রহমান জুবেদ, আব্দুস সবুর, সাগর আহমদ কয়েছ, উজ্জ্বল রঞ্জন, জিয়াউর রহমান দিপন, মোতাহের আলী মাখন, ময়নুল ইসলাম মঞ্জু, মল্লিক আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন রানা, ময়নুল হক স্বাধীন, আলমগীর বখত সুয়েব, লুৎফুর রহমান, মকবুল হোসেন, জাবেদ আহমদ জীবন, কুমকুম বেগম প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বদৌলতেই বাংলাদেশে এক দলীয় শাসন বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছিল। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বলেই শেখ হাসিনা আজকে আওয়ামীলীগ সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, এজন্য তার শহীদ জিয়ার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
জেলা ও মহানগর জাসদ : ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থানের ৪৩তম বার্ষিকীতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা জাসদের সভাপতি কলন্দর আলীর সভাপতিত্বে ও জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য বাবু ধীরেন সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি এড. জাকির আহমদ, ন্যাপ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবির, জেলা জাসদের সহ সভাপতি লাল মোহন দেব, সাধারণ সম্পাদক এড. সাইফুল আলম, জাসদ নেতা অনুকুল ঘুন, বেলায়েত হোসেন পলিট, মোস্তাফিজুর রহমান টিপু, নাসির উদ্দিন, আব্দুল বাছির বাদল, বাবলু মিয়া, মানিক মিয়া, আতিবুর রহমান পাপ্পু, কামাল আহমদ, খোকন আহমদ, বকুল মিয়া, সুহেল আহমদ, মুন্না, হরি চন্দ্র দাস তন্ময় প্রমুখ। বিজ্ঞপ্তি