প্রকৃত কৃষকেরাই যেন সরকারী সংগ্রহের তালিকায় থাকে -এডভোকেট শামীমা শাহরিয়া এমপি

98

নিজাম নূর জামালগঞ্জ থেকে :
জামালগঞ্জে উপজেলায় খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহে কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ৪২ হাজার কৃষক থাকা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে উপজেলার ৬টি ইউনিয়নে ৭১৫ মেট্রিক টন ধান ১ হাজার ৪০ টাকা মূল্য নির্ধারণ করে খাদ্য গুদামে মজুদ রাখার জন্য নির্দেশনা এসেছে। এবং মিল মালিকদের কাছ থেকে ২ হাজার ২শ’৫ মেট্রিক টন চাল সংগ্রহ করার নির্দেশনা রয়েছে। চাহিদার তুলনায় কম হওয়ায় উপজেলা খাদ্য সংগ্রহ মনিটরিং কমিটি জামালগঞ্জ সদর ইউনিয়নে ৮৭ মে. টন, উত্তর ইউনিয়নে ৫৫ মে. টন, ভীমখালী ইউনিয়নে ১১১ মে. টন, সাচ্না বাজার ইউনিয়নে ৬২ মে. টন, ফেনারবাঁক ইউনিয়নে ২৫০ মে. টন ও বেহেলী ইউনিয়নে ১৫০ মে. টন ধান সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ধান সংগ্রহ মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রিয়াংকা পাল র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সিলেট-সুনামগঞ্জ) সংরক্ষিত আসনের সংসদ সদস্যা এডভোকেট শামীমা শাহরিয়ার। সহকারী উপ খাদ্য পরিদর্শক হেলাল আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জামালগঞ্জ আয়েশা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী, জামালগঞ্জ থানা ওসি সাইফুল ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রউফের ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদার, কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজদ আওয়ামীলী নেতা সায়েম পাঠান সহ প্রান্তিক কৃষক কৃষাণী গণসহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী হাওরবাসীর কথা জানেন, হাওরবাসী সুখে দুঃখে ছিলেন এবং থাকবেন, কৃষক রা যাতে আরো বেশি ধান দিতে পারে সেই ব্যাপারে আমি তার সাথে কথা বলব।