খাদিমনগরে অবৈধ পলিথিন ফ্যাক্টরী সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

12
দক্ষিণ সুরমায় ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান।

স্টাফ রিপোর্টার :
খাদিমনগরে অবৈধ পলিথিন উৎপাদন ফ্যাক্টরীকে সিলগালা ও অবৈধ পলিথিন জব্দসহ মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে সিলেট জেলা প্রশাসন, এনএসআই, র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ পরিচালনায় এ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
র‌্যাব জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এর নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন এবং মো. মেজবাহ উদ্দিন (সিলেট জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর এবং পরিবেশ সং. অধি. সিলেট এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় শাহপরাণ থানার খাদিমনগর চৌধুরীবাজার এলাকায় এবিসি প্রিন্টিং ও প্যাকেজিং নামক ফ্যাক্টরি হতে অবৈধ ১০টন পলিথিনের কাঁচামাল, ১ টন পলিথিনের রুল, ১.৫ টন পলিথিন ব্যাগসহ মোট ২৫ লক্ষ টাকা মূল্যমানের ১২.৫ টন পলিথিন জব্দসহ ফ্যাক্টরি সিলগালা ও মালিক এম এ হামিদকে পরিবেশ সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করেছে।