জুনিয়র বৃত্তি পরীক্ষায় সড়কের বাজার ও মালিক নাহার কানাইঘাটের সেরা প্রতিষ্ঠান

30

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ ইং সনের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে যৌথভাবে ঐতিহ্যবাহী কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় ও মালিক নাহার মেমোরিয়াল একাডেমি কানাইঘাট উপজেলার মধ্যে সেরা প্রতিষ্ঠান হয়েছে। মালিক নাহার মেমোরিয়াল একাডেমি থেকে অষ্ঠম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১ জন ট্যালেন্টপুল ও ১১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। সড়কের বাজার উচ্চ বিদ্যালয় থেকে বহুদিন পর ১২ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। এ ২টি শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি এলাকায় অবস্থিত। কানাইঘাটের সড়কের বাজার বৃহত্তর এলাকার এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী, অভিভাবকরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। এ জন্য তারা মালিক নাহার মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শিক্ষানুরাগী ফজলুর রহমান ও সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন ও দীঘিরপার ইউপি চেয়ারম্যান সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আলী হোসেন কাজলের আন্তরিকতা ও শিক্ষা মূলক দূদর্শি নেতৃত্বের কারনে জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে এলাকার সচেতন মহল শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অভিমতে জানিয়েছেন। প্রসঙ্গত যে, এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৮টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ১০ শিক্ষার্থী ও সাধারণ বৃত্তি পেয়েছেন ৫৩ জন শিক্ষার্থী।