সরকার শিক্ষার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে – ইমরান আহমদ এমপি

20

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  ও সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ বলেছেন বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাই মান সম্পন্ন শিক্ষার উন্নয়নে শিক্ষার্থী-শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিক হতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয় করণের তালিকাভুক্ত করায় বিদ্যালয় কর্তৃক গনসংবর্ধ্বনা অনূষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ’র সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃঞ্চ দে চন্দন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ওসি গোয়াইনঘাট মো. দেলওয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, কামরুল হাসান আমিরুল, আব্দুস সালাম, মাহবুব আহমদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মো. আনোয়ার শাহাদৎ, আওয়ামীলীগ নেতা মাষ্টার ইসমাইল আলী, সুভাষ চন্দ্র্র পাল ছানা, লুৎফুল হক, উপজেলা যুবলীগ’র আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহবুদ্দিন, আহমেদ মোস্তাকিন, জেলা ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এদিকে সকালে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে সপ্তাহ ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন ইমরান আহমদ এমপি।