ওসমানীনগরে অগ্নিকান্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

18

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের গোয়ালাবাজারের উমারতারা ম্যানশনে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। আগুনে পুড়ে ওই প্রতিষ্ঠানগুলোর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের উমাতারা ম্যানশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, মায়ের দোয়া পান ভান্ডার, কালাম ফল ভান্ডার, বিকাশ পান ভান্ডার, মা স্ন্যাক্স বার ও ডলফিন আয়রনসহ একটি ঔষধের দোকানের আংশিক ক্ষতিসাধন হয়ে বলে জানা গেছে।
বালাগঞ্জ (তাজপুর) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোহাম্মদ রাজা মিয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা দেড়েক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আরও প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।