শাবি ছাত্র মাহদি হত্যার মূল আসামী শাকিল ৪ দিনের রিমান্ডে

74

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহদি আল সালাম হত্যার মূল আসামী ছিনতাইকারী শাকিল আহমদকে (২৫) ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকার মৃত হাজী খুরশেদ মিয়ার পুত্র। সোমবার সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে জামিনের জন্য আত্মসমর্থন করে শাকিল। বিচারক মামুনুর রহমান সিদ্দিকী তার জামিন নামঞ্জুর করেন। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল জানান, ইতিপূর্বে মামলার সকল আসামীকে গ্রেফতার করা হয়েছে। মির্জা আতিকের ১৬৪ ধারার জবানবন্দিতে জানা গেছে, শাকিলই মাহদিকে ছুরিকাঘাত করে। তাই মূল আসামী শাকিলকে ৪ দিনের রিমান্ডে আনা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাহদি আল সালাম নিহত হন।