দক্ষিণ সুরমায় বিএসটিআই’র অভিযান, ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

59
ভেজালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
এবার নগরীর দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম। গতকাল বৃহস্পতিবার এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন/বিক্রয়/বিতরণ করায় কদমতলীর মেসার্স বন্ধু ট্রেডিং কোম্পানী, কুচাইয়ের মেসার্স সিলেট ড্রিংকিং ওয়াটার এবং মুড়ি পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ না থাকায় গোটাটিকরস্থ মেসার্স ঈশিতা ফুড প্রোডাক্টস, গোটাটিকরস্থ মেসার্স মা মনি ফুড প্রোডাক্টস ও আলমপুরস্থ মেসার্স মাধুরী মুড়ি মিলকে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮” এর আওতায় বিভিন্ন ধারায় পৃথক ৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই সিলেটের আঞ্চলিক অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট) প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খান।