অসহায় গরীব ও শীতার্তদের মাঝে ইবনে সিনা হাসপাতালের শীত বস্ত্র বিতরণ

42

Winter Cloth (5-1-15).ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর উদ্যোগে গত ৩, ৪ ও ৫ জানুয়ারী গরীব ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কানিশাইল আবাসিক এলাকা কলোনী, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ও গোলাপগঞ্জ পৌর এলাকায় এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ও বিয়ানীবাজার পৌর এলাকার গরীব ও অসহায় শীতার্তদের মধ্যে উক্ত কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। হাসপাতালের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং ম্যানেজার (এডমিন) মোহাম্মদ আশরাফুল ইসলাম এর উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণ পূর্ব পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট সমাজসেবী মাওলানা মোঃ ফয়জুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভার বিশিষ্ট সমাজসেবী নাসির উদ্দিন, মাওলানা মোস্তফা উদ্দিন, গোলাপগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর আলা উদ্দিন, প্রত্যাশা সমাজ কল্যাণ সঙ্গের সভাপতি নিয়ামত এলাহী, কানিশাইল জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ দুদু মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরই ধারা বাহিকতায় এবং সমাপনী অনুষ্ঠানে গত ৫ জানুয়ারী  হাসপাতালের তৃতীয় তলায় কর্মচারীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে তিনি প্রত্যেককে স্ব-স্ব সাধ্য অনুযায়ী সমাজের অসহায় সম্বলহীন, শীতার্ত মানুষের পাশে সহযোগিতার জন্য আহবান জানান। গরীব ও অসহায় মানুষের কল্যাণে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ আরো বেশি ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ইবনে সিনা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর শীতবস্ত্র বিতরণ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাঃ মোঃ রাশেদ মাহমুদ, ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোবারক হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (পারচেইজ) আল আমিন, এসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার কেয়ার) মোঃ রেজাউল করিম, সিনিয়র স্টোর অফিসার মোঃ কমর উদ্দিন, সিনিয়র আইটি অফিসার জাহিদ আল সোয়েব, মার্কেটিং অফিসার মোঃ শাহেদ আলী, সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ ওমর ফারুক, পি.আর.ও ইকবাল হোসেন খন্দকার ও শামীম আহমেদ প্রমুখ। কম্বল ও শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষ আনন্দে আবেগ আপ্লুত হয়ে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি