মেধাবীদের মাঝে লুকিয়ে আছে অমিত সম্ভাবনার বাংলাদেশ – দেবজিত সিনহা

30
স্টুডেন্ট ফাউন্ডেশন সিলেটের আয়োজনে ১৩তম স্টুডেন্ট মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা বলেছেন, বেসরকারিভাবে বৃত্তি প্রদান করায় শিক্ষার্থীরা পড়ালেখায় আরো বেশী মনোযোগী হবে। তাদের মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষা গড়ে উঠবে। বেসরকারিভাবে বৃত্তি প্রদান করায়- প্রকৃত মেধাবীরা তাদের মেধার মূল্যায়ন হিসেবে বৃত্তি পাবে। এতে বৃত্তি যে কতটুকু মূল্যবান তা শিক্ষার্থী ও অভিভাবক জানতে পারবে। এভাবে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বৃত্তি প্রদান করা হলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মেধাবীরা বেরিয়ে আসবে। এই মেধাবীরাই একদিন দেশ পরিচালনা করবে।
তিনি বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্টুডেন্ট ফাউন্ডেশন সিলেটের আয়োজনে ১৩তম স্টুডেন্ট মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্টুডেন্ট হোম স্কুলের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল হাশেমের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক দূর্বা দেব ও মৌমিতা গুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সামসুল কবির, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্টার মো. সেলিম, স্টুডেন্ট হোম স্কুলের রেক্টর মো. এমদাদুল হক মিলন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ্ব জসিম তাফাদার, রঞ্জিত শর্ম্মা, খাজা মো. আজির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি