স্কুলছাত্রী মুন্নীর ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

25

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ছুরিকাঘাতে নিহত স্কুল ছাত্রী হুমায়রা আক্তার মুন্নীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে নারী বিষয়ক অনলাইন সাময়িকী উইমেন ওয়ার্ডস।
নারী মুক্তি সংসদ সিলেটের সভাপতি ইন্দ্রানী সেনের সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী ফাহমিদা খান উর্মির সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সমন্বয়ক এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, প্রবীণ সংস্কৃতি ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইনার হুইলের সাধারণ সম্পাদক ফরিদা নাসরিন, শতভিষার মূখ্য নির্বাহী রীমা দাস, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সংস্কৃতি সংগঠক এনামুল মুনীর, রাজনৈতিককর্মী রণেন সরকার রনি প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন উইমেন ওয়ার্ডসের সম্পাদক অদিতি দাস।
মানববন্ধনে অংশ নেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাংবাদিক ইয়াহইয়া ফজল, সজল ছত্রী, সজল ঘোষ, নাট্য ও সংস্কৃতিকর্মী মোস্তাক আহমেদ, গৌতম দত্ত চৌধুরী, গৌরব দত্ত চৌধুরী, স্বপ্না দে, উত্তম কাব্য, সাগর দাস জন, মাসুম খান, লিপি রানী মোদক, সায়েম আহমেদ, এড. আজিজুর রহমান, শিমুল আক্তার মুন্নি, নাঈম প্রমুখ। বিজ্ঞপ্তি