ভারতের বাণিজ্য বিভাগের প্রতিনিধিদলের সম্মানার্থে সিলেট চেম্বারের নৈশভোজ

27
সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত নৈশভোজে বক্তব্য রাখছেন ভারতের বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব ও প্রতিনিধি দলের প্রধান ভুপিন্দার এস ভাল্লা।

গত ২৪ এপ্রিল বুধবার হোটেল স্টার প্যাসিফিকে সিলেট চেম্বার এর উদ্যোগে ভারত সরকারের বাণিজ্য বিভাগের প্রতিনিধিদলের সম্মানার্থে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজে অংশগ্রহণ করেন প্রতিনিধিদলের প্রধান ভারতের বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব ভুপিন্দার এস. ভাল্লা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিতেশ রাজপাল, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্য) শিশির কোঠারি, আসাম অঙ্গরাজ্যের উপ-সচিব সাজ্জাদ আলম ও মেঘালয় অঙ্গরাজ্যের উপ-পরিচালক উইফ্রেড ওয়ারশং। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন যুগ্ম সচিব এ.এইচ.এম. আহসান, যুগ্ম সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান, যুগ্ম সচিব নূর মোঃ মাহবুবুল হক, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বিজিবি ও বিভিন্ন বিভাগের সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সিলেট চেম্বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আতিক হোসেন ও মুজিবুর রহমান মিন্টু। বিজ্ঞপ্তি