সোনার দেশ

25

জিল্লুর রহমান পাটোয়ারী

বাংলা আমার সোনার দেশ,
রূপ যে তাহার কতো –
তুলনা তার হয় না কোথাও,
আমার দেশের মতো।

সবুজ বনের ছায়ায় ঘেরা,
আমাদের এই দেশ –
শস্য শ্যামল মাঠ ভরা ক্ষেত,
আছে অনেক বেশ।

পাখির ডাকে সকাল আসে,
কৃষাণ ছুটে মাঠে –
মুগ্ধ মনে গান গেয়ে যায়,
মাঝি খেয়া ঘাটে।

তুলনা তার হয় না কোথাও,
আমার সোনার দেশ –
সুখ দুঃখে থাকি সবাই,
আনন্দের নাই শেষ।