জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা ॥ ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে

10
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু নির্যাতিত- নিপীড়িত মানুষের মুক্তির আলোবর্তিকা হয়ে বিশ^কে করেছেন আলোকময়। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে। আমাদের প্রজন্মকে তাঁর আদর্শে গড়ে তুলতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে ততদিনই বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস্য হয়ে থাকবেন।
তিনি গতকাল মঙ্গলবার ২৩ মার্চ দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কর আইনজীবীদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. শফিকুর রহমান সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম এডভোকেটের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক এডভোকেট।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সদস্য মো. আবুল ফজল এডভোকেট, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ, গোলাম রাজ্জাক চৌধুরী জুবের এডভোকেট, মো. আজিজুর রহমান এডভোকেট, আয়কর আইনজীবী কামাল আহমদ, শামসুল আলম দোসকী এডভোকেট, প্রভাত চন্দ দেবনাথ এডভোকেট, আসাদুর রহমান তারেক এডভোকেট, আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায়, মওদুদ আহমদ হাম্মাদ, মো. জহিরুল ইসলাম রিপন প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুর রহমান হাদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, নজরুল ইসলাম এডভোকেট, আফজল মিয়া তালুকদার এডভোকেট, আয়কর আইনজীবী মখলিছুর রহমান, বাবলু চন্দ্র ভৌমিক এডভোকেট, জাকিয়া জালাল এডভোকেট, মাহমুদা বেগম এডভোকেট, ফারজানা হাবিব চৌধুরী এডভোকেট। বিজ্ঞপ্তি