ক্লিন সিটি বিনির্মাণে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত

37
নগরীতে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
যানজট নিরসন এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে নগরীর বিভিন্ন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের দখল করে ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি করপোরেশনের অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বন্দর বাজার থেকে পৌরবিপণী মার্কেট পর্যন্ত সড়কের দু’পাশের এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে তা দখলমুক্ত করা হয়।
অভিযান শেষে নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ক্লিন সিটি’ বিনির্মাণে সিসিকের এই অভিযান অব্যাহত থাকবে।
রবিবার অভিযানে বিপুল পরিমাণ ফল, ফুটপাত দখল করে রাখা বেশ’টি ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়। এসময় ফুটপাতের দখলদাররা দ্রুত মালপত্র নিয়ে পালাতে শুরু করে।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাত থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত মুক্ত করার অভিযান শুরু হয়। শনিবার দুপুর এবং রাতেও অভিযান চলে।