জগন্নাথপুরে বন্যায় অপূরণীয় ক্ষতি

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। এখনো ক্ষতির নির্দিষ্ট পরিমান পাওয়া না গেলেও কমবেশি সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় জগন্নাথপুর উপজেলার প্রায় সকল মৎস্য খামার তলিয়ে গেছে। বেরিয়ে গেছে সকল মাছ। বর্তমানে সব এলাকায় জেলেদের জালে ধরা পড়ছে সকল ফিসারীর মাছ। কৃষকদের গোলায় থাকা প্রায় সকল ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। জগন্নাথপুর উপজেলার সকল অটোমিলের গোদামে থাকা ধান-চাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে নিউ একতা ট্রেডার্সের মালিক মিল ব্যবসায়ী ছমির উদ্দিন সুমন জানান, তার ১৫০ টন ধান ও ৫০ টন চাল ভিজে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া তার বিদেশী গরু খামারেরও ব্যাপক ক্ষতি হয়। একতা ট্রেডার্স-১ এর ২০০ টন ধান ও ৭০ টন চাল নষ্ট হয়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়। মেসার্স শাহজালাল অটো মিলের মালিক ও জগন্নাথপুর উপজেলা অটোমিল মালিক সমিতির সভাপতি এবং সুনামগঞ্জ জেলা রড ও ডেউটিন সমিতির সভাপতি জামাল মিয়া তালুকদার জানান, স্মরণকালের বন্যায় ধান, চাল, রড ও ডেউটিন ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। ডিলার সুশান্ত কুমার রায়, বশির আহমদ, আবু সুফিয়ান তালুকদার সহ অনেকের ধান, চাল ও সার ভিজে অপূরণীয় ক্ষতি হয়েছে। সুটকি ব্যবসায়ী মজমিল আলী ও মুসলিম উদ্দিনের ৮৫০ মঠকি সিদল সুটকি ভিজে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জগন্নাথপুর উপজেলার সকল হাট-বাজারের প্রায় সকল ব্যবসায়ীর মালামাল ভিজে কমবেশি ক্ষতি হয়েছে বলে ২৪ জুন শুক্রবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনেকে জানান।