শাবির ল্যাবে ৭১ জনের করোনা শনাক্ত

7

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। যাদের ৬৪ জনই সুনামগঞ্জ জেলায় বাসিন্দা ও বাকী ৭ জন হবিগঞ্জের বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
সোমবার (১৭ আগষ্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, শাবির পিসিআর ল্যাবে মোট ১৮৭ জনের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় এই ৭১ জনের করোনা পজিটিভ আসে।
এ প্রভাষক আরও জানান, ‘ সোমবার শাবির ল্যাবে সুনামগঞ্জের ৯৫টি ও সিলেটের ১৪২টি ও হবিগঞ্জের ৬৫টি নমুনা মিলে মোট ৩০২ টি নমুনা পাঠানো হয়। তবে এদিন ১৪৭ টি নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়ে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল জানা যায়নি।