মুজিব

42

জিল্লুর রহমান পাটোয়ারী

টঙ্গী পাড়ার সেই ছেলেটি,
মুজিব নামে জানি –
জ্ঞানগরিমায় বিদ্যা বুদ্ধিতে,
ছিলেন অনেক জ্ঞানী
সেই ছেলেটির ছড়ায় সুনাম,
খ্যাতি আর সম্মান –
গর্বে মোদের বুক ভরে যেতো,
হইনি মোরা অপমান ।
স্বপ্ন তাহার সোনার বাংলা,
গড়িয়েছেন নিজ হাতে –
সোনার বাংলার মানুষগুলো,
নিয়েছিলেন তার সাথে।
তাদের নিয়ে চালায় এদেশ,
চলেছিল বেশ ভালো –
হঠাৎ করে কোন ছোবলে,
নিভায় যেন তার আলো।
শোকের ছায়া সোনার দেশে,
শোকের বইছে ঢল –
কোন পাষণ্ড ঘটাল হায়,
সবার ভাঙ্গল বাহুবল।