অনাথ

147

জিল্লুর রহমান পাটোয়ারী

আমি অনাথ পাই না খেতে,
জুটে না পেটে ভাত –
কাঁপছি শীতে কাপড় বিনে,
শুধুই মাথায় হাত।

গরীব আমি সবার চোখে,
ঘৃণা ভরে দেখে –
একটুখানি দেয় না আদর,
দেখে চোখটা বেঁকে।

আমি অনাথ জল ভরা চোখ,
ঘুরি সবার দ্বারে –
আমায় সবাই তাড়িয়ে দিয়ে,
ঘরে তালা মারে।

কান্না ভরা জীবন আমার,
আসবে কবে সুখ –
সেই ভরসায় ঘুরি পথে,
নিয়ে কপালের দুখ।