দোয়ারাবাজারে পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট

7

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রদীপ সিংহ বলেছেন, দোয়ারাবাজার উপজেলার সুরমার দক্ষিণ পারের দুুর্গম এলাকার আইন শৃংখলা স্থিতিশীল রাখতে পুলিশ ফাঁড়ি প্রয়োজন। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও সামাজিক নিরাপত্তার জন্য এখানে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। মঙ্গলবার দুপুরে উপজেলার পান্ডারখালের নিকটবর্তী প্রস্তাবিত পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন কালে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন, ইউপি সদস্য এরশাদ আলী, শফিকুল ইসলাম মালদার, আব্দুর রউফ, শফিক মিয়া, শহীদুল ইসলাম, ইউপি সদস্য আকিকুর রহমান, জুনাব আলী, মাওলানা জালাল উদ্দিন, মিয়াফর আলী, মাওলানা শফিক উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল মতিন, শাহাব উদ্দিন, আব্দুর রউফ মাস্টার, সোনা মিয়া, নুর ইসলাম প্রমুখ।