বিশ্বাস-অবিশ্বাস

48

আবু আফজাল মোহা. সালেহ

এখনকার রাত্রিগুলো বড়ই নিদ্রাহীন,
প্রতিক্ষণ, প্রতিপল, দিন-মাস-বছর।
এত নিষ্ঠুর কেন এরা?
ঘুম ডাকে কিন্তু ঘুম আসে না!
তাজ্জব ব্যাপার বৈকি!
রাস্তার বাতিগুলো ঠাঁই দাঁড়িয়ে-
সাক্ষ্য দেবে বলে।
দৃপ্তকন্ঠে ঘোষণা দেবে এই বলে-
‘পাহারা দেওয়ার জন্য আমরা আছি তো!’
তবুও কিসে যেন ভয়,
পাহারা আছে তবুও সজাগ থাকতে হয়!
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে পড়ে আছি একা!