দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্মরণে শোক সভা

44

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার ও বিভিন্ন ইউনিটের মৃত্যুবরণকারীদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে দিরাই উপজেলা আওয়ামী লীগ। শনিবার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ ছৈল মিয়ার সভাপতিত্বে ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় শোকসভায় ভার্চুয়ালি যুক্ত হন দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেন গুপ্তা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নান্টু রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃতরা দিরাইয়ে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা পরিকল্পনামন্ত্রীর সমালোচনা করে বলেন, আপনি সরকারের মন্ত্রী হয়ে আওয়মী লীগের ক্ষতি করছেন কেন। দিরাই-শাল্লার নির্বাচিত সংসদ সদস্যকে পাশ কাটিয়ে আওয়ামী লীগে ফাটল ধরিয়ে আপনার কি লাভ। তারা এ বিষয়ে প্রধান মন্ত্রীর দৃষ্টি কামনা করেন। আগামী কালকের শোক সভা আয়োজকদের তারা আহ্বান জানান আওয়ামী লীগে ছায়াতলে এসে শোকসভা পালন করুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ উদ্দিন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, শাহজাহান সরদার, কামরুল ইসলাম, জুয়েল মিয়া, কফিল উদ্দিন, পারভেজ রহমান, রাজিব রায়, সজিব মিয়া।
শোক প্রস্তাব পাঠ করেন দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া।
আছাব উদ্দিন সরদারের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তাহের সরদার, হাবিবুর রহমান তালুকদারের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তন্ময় তালুকদার, আবদুল্লাহ মিয়ার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আঙ্গুর মিয়া, কোরআন তিলাওয়াত করেন দিরাই থানা মসজিদের ইমাম, গিতা পাঠ করেন নিখিল চক্রবর্তী।