ধ্বংসের সংযোজন

28

নেছার আহমদ নেছার

ওরে দুর্ভাগা নির্বোধের দল
বিকেকের দংশনে তোদের অনুশোচনার দহন
জীবনে আসবে একদিন;
মুহূর্তের উস্কানীতে লক্ষ কন্ঠের মুখপত্র
নিশ্চিহ্ন হয়ে গেল তোদের হাতে?
সেই বিকৃত বিবেক গুলি বুঝেনি যেÑ
অজস্র কন্ঠের মুখপত্র কথা বলে আমাদের
দুঃখ দুর্দশার, আমাদের অভাব অভিযোগের
আমাদের আশা-আকাঙ্খার অজস্র সম্ভাবনার পথ
দেখায়; সেখানে স্বহাস্যে পরিষ্ফুট
একটি স্বপ্নময় সমাজ জীবনের ঈংগিত একে
দিতে পারে বাস্তব জীবনাবর্তনে,
সেই সীমাহীন গুরুত্বের একটুও ভাবনা
ছিল না ওদের কান্ড জ্ঞানহীন পাষাণ অন্তরে।
এদের ধ্বংসাত্মক নির্মম জ্বালাও পুড়াও
পাণ্ডিত্যের প্রজ্ঞা ছিল না,
ছিল না অšে¦ষণার ছুটাছুটি কোন দাবী বা ভাব আদর্শের তাড়না।
সেখানে পশু সুলভ নেতৃত্বের সুপ্ত ঈংগিত
মুর্খ ও নির্বোধের মাঝে তাই কালের কপোল তলে
নিদারুণ ধ্বংসের সংযোজন আর
দৈনিক জালালাবাদী পত্রিকার অস্তিত্ব হলো শেষ।