মনে পড়ে

38

মাযহারুল ইসলাম অনিক

মন ছুটে যাই মন ছুটে যাই ওই যে নদীর পারে,
যেইখানে যে বন্ধুগুলো থাকতো ঝুলে ঘাড়ে।
সেইখানে যে হিজল পাতা দিতো একা উঁকি,
শিল্পি একা কলম নিয়ে কাটতো আঁকিবুঁকি।

মন ছুটে যাই মন ছুটে যাই ওই যে নদীর ধারে,
পথের মাঝে পড়তো শুয়ে পাগল বারেবারে।
কাঁটাতারে মারতো উঁকি বকের ছানাগুলো,
হঠাৎ করে আসতো ভেসে আবির মাখা ধুলো।

পথের ধারে থাকতো পড়ে কৃষ্ণচূড়া ফুল,
ধুলোর সাথে পিষে দিলে হতো নাকো ভুল।
সেই যে আমার সখের সখা গেলি তোরা কই?
পথের ধারে আজও আমি একলা চেয়ে রই।

সেই যে আমার হিজল পাতা কৃষ্ণচূড়া ফুল,
তোদের আশে আজও আমি হচ্ছি রে ব্যাকুল।
চোখের পাতা পড়লে পড়ে ভেসে আসে সব,
বকের ছানা করতো আগে সাদা ধবধব।

কাব্য কথা ছড়া লিখে মিটোয় তোদের আশা
চোখের পাতা বুজলে পরে বাঁধে সুখের বাসা।