বর্ষায় মেঘ ভাসে

53

আবু আফজাল মোহাঃ সালেহ

সাদাকালো মেঘে মেঘে
ভেসে ভেসে যায় দূর
তুলোর মতো ভেসে ভেসে
যায় সে অচিনপুর।

এদেশ-সেদেশ ঘুরে ঘুরে
যায় ভেসে হারিয়ে
পেঁজা পেঁজা ভেসে ভেসে
যাবে দেশ ছাড়িয়ে।

সাদা সাদা মেঘগুলো
পাড়া-গাঁ মাড়িয়ে
খুকুমণি দেখে দেখে
দিল হাত বাড়িয়ে।

বর্ষাকালে দিকে দিকে
মেঘের রূপ ছিটানো
মেঘ-সিঁদুরে রঙিন যেন
সোনা লাল বিছানো।