তোমরা যারে শ্রাবণ বলো

35

রমজান আলী রনি

শ্রাবণ মাসের আকাশ যেন
ঝলসে যাওয়া নদী
চক্ষু মেলে শুধু একবার
দেখতে তুমি যদি?

শ্রাবণ মাসে অঝর ধারায়
বৃষ্টি পড়ে যখন
তোমার কথা ক্ষণে-ক্ষণে
মনে পড়ে তখন।

গাছের ডালে পাখির কাঁপন
মনে তুলে ঢেউ
ত্রিনয়নে মুগ্ধ হয়ে
দেখে না তা কেউ?

তোমরা যারে শ্রাবণ বলো
আমি বলি বিষ
দিবারাত্রি মনের কপাট
ব্যথায় মারে শিষ।