আমার বকুল

51

সঞ্চয়িতা রায়

কতে রঙ্গ জানে বকুল
ভেবে পায়না কূল।
আপন সাফাই গাইতে থাকে
কথায় কথায় ভুল।

বকুল আমার কাজের মাসি
মুখটি তার হাসিখুসি।
এক বেলাও পায় না আহার
তবু ছোঁয়না বাসী।

সাথে বাইশে গল্প ছাড়ে

ইংলিশের বীজটি মারে।
সব কথাতেই ফোঁড় কাটে
কিযে করি তারে।

কাপ প্লেট ভেঙ্গে খান,
বললে আবার অভিমান।
মুখে মারি তালা চাবি
বন্ধ করি চোখকান।

বকুল যদিও কাজের মেয়ে
ধন্য বকুল পেয়ে।
শুনলে পরে আমার কষ্ট
হন্যে আসে ধেয়ে।