সু-শিক্ষা অর্জন ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় -অধ্যক্ষ কালাম আজদ

115

সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, সু শিক্ষার অভাব থাকায় সমাজে আজ এত কুসংস্কার আর বর্বরতার মত জগন্য কাজে ভরপুর হয়ে যাচ্ছে, আমরা শিক্ষা অর্জন করি টিকই কিন্তু শিক্ষার গুনগত মান উন্নয়নে কোন ভূমিকা রাখিনা, আগামী প্রজন্মকে নিজের জীবন ও সমাজকে স্বর্ণালী করে সাজাতে সু শিক্ষার বিকল্প নাই, হাটখোলা-জালালাবাদের সামাজিক সংগঠন বাতিনিকেতন কর্তৃক আয়োজিত দাখিল/ স.এস. সি ও মুতাওয়াসসিতাহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথাগুলো বলেন।
গত শনিবার হাটখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বাতিনিকেতন সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ ও সাধারণ সম্পাদক কে এম বি রব্বানীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহ খুররুম ডিগ্রী কলেজের অধ্যাপক কমর উদ্দিন,মদন মোহন কলেজের লেকচারার মুরাদ আলম চৌধুরী,ফেঞ্চুগঞ্জ মানিককোনা স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল আমিন,আল হেরা স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আল ইমরান, রাজার গাওঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওঃ হেলাল আহমদ ও সাবাজ মিয়া,উমাইর গাওঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাশহুদ আহমদ, শিক্ষানুরাগী ও সমাজ সেবক সায়েদ আহমদ,ফারুক আহমদ,বিলাল আহমদ,আবু সাঈদ,আব্দুল কাইউম অপু।
এ সময় উপস্থিত ছিলেন বাতিনিকেতন সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সুলাইমান আহমদ, সহ সাগঠনিক সম্পাদক শামিম আহমদ, প্রচার সম্পাদক ছাদিক আহমদ ছাদি, সহ প্রচার সম্পাদক সাদিক আহমদ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, অফিস সম্পাদক জাবের আহমদ,সহ অফিস সম্পাদক,মাসুম আহমদ,শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক,সাঈদ আমিন মিলাদ, ধর্ম সম্পাদক ইসলাম উদ্দিন,সমাজ কল্যাণ সম্পাদক মহসিন আহমদ,সদস্য হারুন আহমদ, ফাহাদ আহমদ,সজিব আহমদ, রাজু আহমদ, আবু ফয়েজ, মামুনুর রশিদ, আলী আমজদ প্রমুখ। বিজ্ঞপ্তি