তোমাকে ভেবে ভেবে

73

নেছার আহমদ নেছার

এখনও আমি নিঃসঙ্গতায়
নিবিড় করে ভাবি শুধু-
গভীর রাত হলে-কিংবা বরষার
অনাবিল বৃষ্টির নিঝুম বারি ধারায়-
বিষণœ মনে হাহাকার জাগে,

ঝি ঝি পোকার অবিরত ছন্দময় সুর
নিমিষেই ভাবনা প্রগাঢ় হয়-
যন্ত্রণা বেড়ে যায় শুধু তুমি পাশে নেই বলে।
কতকাল এভাবে বিরহে কাটবে আমার
আমি জানি না; এই পৃথিবীর এতো স্বপ্ন
এতো আবেদন শুধু তোমাকে আজও ভালোবেসে।

আমার সুখে-দুঃখে ভালবাসার না-পাওয়ার অনুভব
বয়ে যাবে চিরকাল,
কখনও জানবে না পৃথিবীর মানুষ।
নিরবে নিভৃতে রয়ে যাবে সংগোপনে
নিদারুণ হারিয়ে যাওয়ার ব্যাকুল ভাবনায়;
আমার মনে জগৎটা জুড়ে তোমার অস্তিত্ব,
বুকের মাঝে কেবলি ঝড় বয়ে যায়,

বিরহে কাতর মনটাকে বিষাদে কাঁদায়-
তোমাকে ভেবে ভেবে-
তোমার আমার গানের আবেদনে-
শুধু শুধু তোমাকে ভেবে ভেবে।