শোকের মাসে রক্তদানের ত্যাগ প্রশংসার দাবি রাখে – আসাদ উদ্দিন

7
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম মহানগর শাখার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।

সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার এর প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্তের ঋণ বাঙালী জাতিকে আবদ্ধ করেছেন। শোকের মাসে রক্তদানের মতো মহৎ ত্যাগের নিদর্শন অতুলনীয়। একজন সুস্থ মানুষের রক্ত আরেকজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করতে সাহায্য করে। এজন্য সবাইকে স্বেচ্ছায় রক্তদানে আরো উৎসাহি করে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি ১৭ আগষ্ট শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সিলেট মহানগর শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ তারেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর তাতী লীগের আহ্বায়ক নোমান আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা সুমন রায়, খালেদ আহমদ উসমানী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন, সাজার আহমদ, মাওলানা সালাউদ্দিন একরাম, নুর উদ্দিন আহমদ, জিয়াউল হক জিয়া, ধ্র“ব জ্যোতি দে, ফয়েজ আহমদ, মহি উদ্দিন মহি, জহির ইসলাম, ফয়সল আহমদ, রিয়াজুল ইসলাম, আশরাফুল ইসলাম বাপ্পি, ফয়জুর রহমান ফয়েজ, লোকমান আহমদ, সাফকাত আহমদ, ময়জুল ইসলাম রাহাত, আবিদুর রহমান তপু, শহিদুল ইসলাম সৌমিক প্রমুখ। বিজ্ঞপ্তি