বাহুবলে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত ১৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

2

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন বগি দুটি উদ্ধার করেছে। শেষ হয়েছে লাইন মেরামতের কাজ। বৃহস্পতিবার সকাল ৯টার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
এর আগে বুধবার রাত ৮ টা ১০ মিনিটে উপজেলার রাউদ গাঁও এলাকায় পৌঁছালে ট্রেন লাইনচ্যুত হয়। শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আখাউড়া থেকে সিলেট সিলেটগামী তেলবাহী ট্রেন বাহুবল উপজেলার রাউদ গাঁও এলাকায় পৌঁছা মাত্রই একটি বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে ট্রেনের ৫ ও ১৪ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে রেল লাইনের ১০০ সিøপার ভেঙে যায়। বগি দুটি উদ্ধার করে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। ২ শতাধিক শ্রমিক সিøপার ও লাইন মেরামতের কাজ করেছেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।