ছেলেবেলা

57

মুহাম্মদ রেজাউল ইসলাম

নাই ভুলি নাই ছেলেবেলা দিন পাতার বাঁশীতে সুর।
ছুটেছি কোথায় বিরতি বিহীন গ্রাম ছেড়ে বহু দুর।।
ঝোপ ঝাড়ে খুঁজি কত ফল ও মূল তৃপ্তি দিয়েছে মন।
সাথীরা কয়েক খুজেছি এমন ঘুরেছি সারাটা বন।।

খাতার কাগজ বানিয়েছি ঘুড়ি কাঁটাদাড়া সেই বিল।
কিনারে তাহার সুতার বাঁধন আকশে উড়ছে চিল।।
কালি ঘাটা মেঘ গরজে এমন পবণ তুলিতো শোর।
দিনের আলো রহিতে সহসা আঁধার করিত ঘোর।।

আমের কানন দুলিত দোদল ঝরিত কত না আম।
কুড়াতে তাহা মিলে সাথী দল ভুলেনি তাদের নাম।।
সাঁতারের পর চলিতো সাঁতার এপার ওপারে জল।
দুপুরের বেলা আনিতো বিকাল শৈশব সাথী দল।।

কুয়াশায় ঘোর এমনি সকাল কচুর পাতাতে জল।
হাত লাগাতেই এধার ওধার ঝরিত ধরার তল।।
হৃদয় খাতা খুলিয়া দেখি ছেলেবেলা সেই দিন।
কৃষ্ণ রাতে তারার মিছিল হৃদয় বাজায় বীণ।।