আর কবে বুঝবি

54

সন্দীপন দাস

আর কবে বুঝবি তুই! বলে দে এবার
তুই ছাড়া ফাঁকা বড়, শূন্য এ খেলাঘর।

যদি আমি চাঁদ হই,
আমার চাঁদনী তুই,
যদি আমি রাত হই,
আমার ভোর তুই।
আমার নীরবতা, আমার অস্থিরতা,
আমার নিশ্বাস, দৃঢ় বিশ্বাস,
তুই।।
ভালোবাসা তুই,ভালোলাগা তুই,
আমার ভালো থাকা তুই।

তুই হোস রঙধনু মেঘলা দুপুরে,
তুই হোস রূপকথা ঘুমলাগা চাদরে।
তুল এলে ফুল ফোটে জঙ ধরা শহরে,
তুই এলে পাখা মেলে প্রজাপতি বাহারে।
তোর ছবি আঁকি আমি একলা এ হৃদয়ে,
তোকে ছাড়া মন পোড়ে অবেলার বিদায়ে।

আমি জানি,কিছু নেই আমার এই তরফে
লিখে যাব তোকে আমি আনকোরা হরফে।।