স্বাধীনতা

21

কবির কাঞ্চন

স্বাধীনতা মানে জনে জনে জানে
কতো জীবনের বলিদান
যাঁরা দিলো প্রাণ গেয়ে জয়গান
ফিরে দিলো স্বদেশের মান।

ভুলে সুর তুলি স্বকীয়তা ভুলি
স্বাধীনতার মানে গেছি ভুলি
স্বাধীনতা বাদে শহীদেরা কাঁদে
যবে কাঁদে স্বদেশের ধুলি।
দিকেদিকে একি ফাঁকাফাঁকি দেখি
স্বজাতিতে কেন মারামারি
পরাধীনকালে যা দেখছি হালে তা
স্বার্থপরতায় বাড়াবাড়ি।

ছেড়ে দিয়ে মায়া জীবনেরই ছায়া
রেখে গেছে স্বপ্নেরই দেশ
ফুলে-ফলে ঘেরা স্বর্গময় ডেরা
রূপে ঘেরা আমারি স্বদেশ।