বঙ্গবন্ধু শেখ মুজিবুর

54

আল-আমিন

তুমি বঙ্গবন্ধু তুমি চির যৌবন তুমি তারুণ্যের প্রতীক।
তুমি উষ্ণ অনুরাগের ছোঁয়া।
তুমি সুদূর মাঠ জুড়ে সোনালী শীষের গায়ে অনিল তরঙ্গের খেলা।
তুমি দিগন্ত জুড়ে হেলে পড়া আকাশের গায়ে আবিরের ছড়াছড়ি।
তুমি চির শিশু, তুমি চির কৈশোর।
তুমি স্বাধীনতা, তুমি লাল সবুজ পতাকা।
তুমি বিমোহিত তুমি উজ্জীবিত, তুমি বাংলার মানচিত্র।
তুমি কৃষকের হাসি শিক্ষার্থীর কাব্য।
তুমি কবির কবিতা তুমি তারুণ্যের বজ্রকন্ঠ।
তুমি বঙ্গবন্ধু তুমি শেখ মুজিবুর।
তুমি পুষ্পের মতো কোমল পবিত্র মহৎ।
তুমি সুমধুর তুমি বাঙালির ঐশ্বর্য।
তুমি মুক্তিযুদ্ধ তুমি তারুণ্যের চেতনা।
তুমি রেসকোর্স ময়দান তুমি ৭ই মার্চের জ্বালাময়ী ভাষণ।
তুমি বসন্তের সুগন্ধী কৃষ্ণচূড়ার ঘ্রাণ।
তুমি ১৭ই মার্চ আগমনের ফুলেল সুবাসে আকাশ জুড়ে খন্ড খন্ড মেঘের বেলা।
তুমি প্রকৃতি সজ্জিত কলকাকলির কুহুতান।
তুমি দিগি¦জয়ী প্রভাতী মিষ্টি রৌদ্রের ছড়ানোর সৌরভ।
তুমি সন্ধ্যার গোধূলির পূর্ণ বিশ্বধরা।
তুমি বাংলাদেশ, তুমি মুক্তি।
তুমি আদর্শ, কাব্যে কবিতায় শিশু তরুণের কোটি জনতার।
তুমি এসেছিলে বলে ভেঙ্গে দিয়েছিলে সেই দুঃশাসন।
তুমি লাখো শহীদের রক্তে রাঙা অসংখ্য বীরের অমর গাঁথা।
তুমি আমাদের গর্ব, বাঙালির প্রেরণা।
তুমি মাথা উচু করা আঙ্গুলের তজুন মুক্তির নেশা।
তুমি তেরশত নদী সাগর মরুভূমি প্রান্তর।
তুমি বঙ্গবন্ধু সবখানে শেখ মুজিবুর।