বর্তমান সরকার জনবান্ধব সরকার – বিভাগীয় কমিশনার

171

সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব ও দরিদ্র বান্ধব সরকার। দেশ ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাই সমাজসেবা অধিদফতরাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের শিক্ষা, খেলাধূলাসহ সকল ক্ষেত্রে যোগ্যতার সাক্ষর রাখতে হবে। ভবিষ্যতের জন্য তৈরী হতে হবে। তিনি গতকাল বুধবার সকালে বাগবাড়িস্থ সমাজ কল্যাণ কমপ্লেক্্র প্রাঙ্গণে সমাজসেবা অধিদফতরাধীন সিলেট বিভাগের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তারের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী নাজমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, বেগম রোকেয়া পদক প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সুনাম গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক খান মোতাহার হোসেন, মৌলভী বাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আদিল মোত্তাকীন, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাবিবুর রহমান,বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, জেল শিশু একাডেমির সংগঠক সাইদুর রহমান ভূঁইয়া, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বাগবাড়ি শিশু পরিবার (বালক) এর মুক্ত মঞ্চ, দোলনা, স্লিপার স্থাপন এবং মাঠ সংস্কারের কাজের উদ্বোধন করেন। সেই সাথে সিলেট ইনস্কুসিভ স্কুল এন্ড কলেজের দোলনা, স্লিপার এবং সম্পাদিত ভবন সংস্কার কাজের উদ্বোধন করেন।
বিকাল ৩টায় সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তারের সভাপতিত্বে এবং নাজমা পারভীন ও সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার শফিউল আলম চৌধুরী নাদেল, অতিথি ছিলেন, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক খান মোতাহার হোসেন, মৌলভী বাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আদিল মোত্তাকীন, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাবিবুর রহমান, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, আটাব সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট ইনস্কুসিভ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ কাহের আহমদ ফকু। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী লাভলী দেব, অতিথি শিল্পী লাক্্র চ্যানেল আই তারকা বিথী রাধানাথ, গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের শিক্ষার্থী সমীর রঞ্জন বিশ্বাস। তবলায় ছিলেন সুরজিৎ দেব তনু। বিজ্ঞপ্তি