সুশিক্ষিত জাতি গঠনে শিশুমেলার বার্তা সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – শামীম আহমদ

9

সুশিক্ষিত জাতি গঠনে শিশুমেলার বার্তা সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ (শামীম)। তিনি ২ ফেব্র“য়ারি “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দুইদিব্যাপী শিশু মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিন, ইউআরডিও ওয়াহিদ মুরাদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আরও বলেন-শিশুরা আগামী দিনের কান্ডারী। তাই তাদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্থ স্ববল ভাবে গড়ে তুলতে হবে। কারণ আগামী প্রজন্ম যদি দুর্বল হয়ে বেড়ে উঠে তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকার হবে। শিশুমেলার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু ও নারীদের উন্নয়নে সরকারের গৃহীত সকল কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ। অনুষ্ঠানে মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত চিত্রংকন, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সম্মানীত অতিথিবৃন্দ। এছাড়া মেলায় স্টলদাতা প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, এনজিওকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষার্থীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শনার্থী মেলায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি