ডা. এম এ রকিবের দাফন সম্পন্ন

4

গতকাল বৃহস্পতিবার, বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ গোরস্থানে অধ্যাপক ডা. এম. এ. রকিবের দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে ঢাকা ও সুনামগঞ্জে মরহুমের নামাজে জানাযা হওয়ায় সিলেটে তাঁর জানাযা হয়নি। দাফনকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক ও সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. এম. এ. রকিবের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
এর আগে সিলেট ডায়াবেটিক সমিতির সদস্য প্রয়াত সভাপতি অদ্যাপক ডা. এম. এ. রকিবের মরদেহ বেলা ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে কিছু সময় সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এসময় সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ এর নেতৃত্বে, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য ইকবাল আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, জামাল ইয়াকুব, জীবন সদস্য সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু এবং সিলেট ডায়াবেটিক হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ এর নেতৃত্বে ডা. এ.টি.এম. জাফর আহমদ, ডা. জিয়াউর রহমান, ডা. আব্দুল হান্নান তারেক, ডা. সুমন কোরেশী, ডা. নিহারেন্দু দাসসহ সমিতি ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ষ্টেশন ক্লাব সিলেটের পক্ষে ক্লাবের সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও কমকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও নাটাব এর সেক্রেটারী প্রদীপ দেব রায় ও অন্যান্যরা মরহুম অধ্যাপক ডা. এম. এ. রকিবের প্রতি সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, সিলেট ডায়াবেটিক সমিতি ও সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, শিক্ষানুরাগী তথা সিলেটের উজ্জল নক্ষত্র অধ্যাপক ডা. এম. এ. রকিব গত ৯ জানুয়ারী ২০১৮ মঙ্গলবার দুপুর ১২.৫৫ ঘটিকায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি