চা শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সভা ॥ মজুরি দাসত্বের অবসান চাই

47

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১টায় মৌলভীবাজার বাসদ কার্যালয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট, মৌলভীবাজার,হবিগঞ্জ এর বিভিন্ন চা বাগানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। বিপ্লব মাদ্রাজির সভাপতিত্বে ও দীপঙ্কর ঘোষের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, মৌলভীবাজার জেলার সদস্য সচিব মোজাহিদ আহমদ, শ্রমিক ফ্রন্ট কেন্দীয় কিমিটির সদস্য রাহাত আহমদ, হাছান অনির্বাণ।
বাগান প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, রঞ্জিত গোয়ালা, রতন লাল গড়াই, কাজল, কিরন বৈদ, মতি লাল বৈদ,খায়রুন বেগম, সোহরাব, সুশিল রায়,রতœা বৈধ, প্রমুখ।
প্রতিনিধি সভায় প্রধান বক্তা কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, দীর্ঘদিন থেকে ৩০০ টাকা মজুরির জন্য চা শ্রমিকরা আন্দোলন করে আসলেও মালিক পক্ষ ১০২টাকা নির্ধারণ করেছে। যা শ্রমিকদের সাথে প্রতারণার সামিল।বসত ভিটার স্থায়ী বন্দোবস্ত, বাগানে বাগানে স্কুল নির্মাণ করা সহ অন্যান্য ন্যায় সঙ্গত দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
কমরেড ফিরোজ, মজুরি বৃদ্ধির আন্দোলন কে মজুরি দাসত্ব অবসান আন্দোলনে পরিনত করার জন্য চা শ্রমিকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি