বিজয় উল্লাস

21

রমজান আলী রনি

পাহাড়ের ঐ ঝর্ণার সাথে
উল্লাসে মাতে স্বচ্ছ জল,
পাখির সাথে সুর মিলিয়ে
বিজয় উল্লাসে মাতি চল।

ফুলেরা আজ বরণ ঢালায়
গাইছে বিজয়ের খুশির গান,
মায়ের চোখে খুশির অশ্র“
বাংলা পায় নতুন প্রাণ।

শহর-বন্দর বিশ্ব মাঝে
উড়ে লাল সবুজের পতাকা,
খুকির মুখে-খোকার গালে
সোনার বাংলার নিশান আঁকা।

প্রকৃতি আজ মুক্ত স্বাধীন
নেই কোন সীমারেখা,
নয় মাসের মহান মুক্তিযুদ্ধে
স্বাধীনতার পেলাম দেখা।